কদমতলায় দুঃসাহসিক চুরি, পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট
কদমতলা (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অধীন বেলতলা এলাকায় দুঃসাহসিক চুরি৷ চোরের দল পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে৷ ঘটনা শুক্রবার রাতে৷ শনিবার কদমতলা থানার পুলিশ ওই বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে৷ চবিবশ
কদমতলায় দুঃসাহসিক চুরি


কদমতলা (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অধীন বেলতলা এলাকায় দুঃসাহসিক চুরি৷ চোরের দল পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে৷ ঘটনা শুক্রবার রাতে৷ শনিবার কদমতলা থানার পুলিশ ওই বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে৷ চবিবশ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷

জানা গিয়েছে, কদমতলা থানার অধীন বেলতলা এলাকার বাসিন্দা সত্যজিৎ শীলের বাড়িতে শুক্রবার রাতে কোন এক সময় চোরের দল হানা দেয়৷ ঘরে ঢুকে চোরের দল আলমারির তালা ভেঙ্গে পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে বলে দাবি করেন সত্যজিৎ শীল৷ গত অগ্রহায়ণ মাসে সত্যজিৎ শীলের বিয়ে হয়েছিল৷ স্ত্রীকে বিয়ের সময় যেসব স্বর্ণালঙ্কার দিয়েছিল সেগুলি সবই নিয়ে গিয়েছে চোরের দল৷ খবরে দেওয়া হয় কদমতলা থানায়৷ পুলিশ গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারেই হাতরাচ্ছে৷ এদিকে, এই চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয়রা দাবি করেছেন পুলিশের রাত্রিকালীন টহলদারী আরও জোরদার করার জন্য৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande