বিশালগড়ে ম্যাক্সের ধাক্কায় স্কুটি চালক সহ গুরুতর আহত দু্‌ই যুবক
বিশালগড় (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার লকডাউন বাজারে ম্যাক্সের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক সহ দু’জন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থে
সড়ক দুর্ঘটনা


বিশালগড় (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার লকডাউন বাজারে ম্যাক্সের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক সহ দু’জন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷

বিশালগড় ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, ফায়ার স্টেশনে খবর আসে যে লকডাউন বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে৷ সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেন৷ সেখানে গিয়ে দেখা যায় দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছে৷ পাশেই পড়ে রয়েছে স্কুটি৷ স্থানীয়রা জানিয়েছেন, একটি বেপরোয়া ম্যাক্স গাড়ি স্কুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ আহতরা হলেন রুপন নমঃ (২৬) এবং সন্তোষ নমঃ (৩২)৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে ম্যাক্স গাড়ির সন্ধানে তথ্য সংগ্রহ করছে বলে জানা গিয়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande