পর্যটকদের জন্য সিকিমে মাথাপিছু ৫০ টাকা প্রবেশমূল্য, ছাড় পাঁচ বছরের নিচে শিশুদের
গ্যাংটক, ১৫ মার্চ (হি.স.): সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে পর্যটকদের দিতে হবে ৫০ টাকা। ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। জানা গেছে, পর্যটকদের জন্য সিকিমে ৫০ টাকা প্রবেশ মূল্য মাথাপিছু ধার্য করা হয়েছে। দ্য সি
পর্যটকদের জন্য সিকিমে মাথাপিছু ৫০ টাকা প্রবেশমূল্য, ছাড় পাঁচ বছরের নিচে শিশুদের


গ্যাংটক, ১৫ মার্চ (হি.স.): সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে পর্যটকদের দিতে হবে ৫০ টাকা। ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

জানা গেছে, পর্যটকদের জন্য সিকিমে ৫০ টাকা প্রবেশ মূল্য মাথাপিছু ধার্য করা হয়েছে। দ্য সিকিম রেজিস্ট্রেশন অফ ট্যুরিস্ট ট্রেড রুলস - ২০২৫-এ। তবে, সরাসরি পর্যটকদের থেকে নয়। হোটেল থেকে আদায় করা হবে। পর্যটকদের হোটেলে পা দেওয়া মাত্র ওই অর্থ দিতে হবে। সরকারের কাছে পরে তা জমা করবে হোটেল মালিকেরা। এর জন্য পোশাকি এক নাম রয়েছে - ট্যুরিজম সাসটেনেবিলিটি ডেভেলপমেন্ট সংক্ষেপে (টিএসডি)। একাউন্টে তা জমা দিতে হবে। এ জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের দেওয়া সেই টাকা সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, পর্যটন ও অসামরিক পরিবহন দফতরের প্রধান সচিব সি এস রাও জানান, চলতি মাস থেকেই তা কার্যকর। তবে পাঁচ বছরের নিচে শিশুদের এই থেকে ছাড় রয়েছে। আর সরকারি কাজের জন্য আগতদের কোনও রকম ফি লাগবে না।

সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, ৫০ টাকার বিনিময়ে এক জন পর্যটক ৩০ দিন পর্যন্ত সিকিমে থাকতে পারবেন। ৩০ দিন অতিক্রান্ত হলে বা তার পরে আবার এলে তাঁকে আবার ৫০ টাকা করে দিতে হবে।

প্রসঙ্গত, ওই আমলা আরও জানিয়েছেন যে, এইভাবে আদায়কৃত রাজস্ব বাবদ অর্থে সড়ক সংযোগ, সাফাই সহ অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে পর্যটকদের সুবিধার্থে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande