যমুনানগর, ১৫ মার্চ (হি.স.) : হরিয়ানায় যমুনানগরে পশ্চিম যমুনায় ডুবে দু'জনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় রাজেশ (৪২) ও অমরজিৎ সিং (৭৪)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজাদ নগর এলাকার বাসিন্দা রাজেশ মদ্যপান করত। হোলির দিন মত্ত অবস্থায় রাজেশ পশ্চিম যমুনার জলে ডুবে যায়। স্থানীয়রা তাঁকে খালে পড়তে দেখে ডুবুরিদের খবর দেয়। ডুবুরিরা দীর্ঘ তল্লাশির পর রাজেশের দেহ উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরে পরিবারকে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, কালিন্দির বাসিন্দা ৭৪ বছরের অমরজিৎ সিং শনিবার সকালে পশ্চিম যমুনায় স্নানে যান। স্নানের সময় তিনি ডুবে যান বলে জানা গেছে। উদ্ধারকাজ চালানোর পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য