খোয়াই (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : ১ কোটি ৯৫ লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস কতৃপক্ষ৷ খোয়াইয়ে গোপন সূত্রে অভিযান চালিয়ে আসাম রাইফেলস এই সাফল্য পেয়েছে৷ তবে এই বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হলেও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না তা অবশ্য জানায়নি আসাম রাইফেলস৷
শনিবার আসাম রাইফেলস এর তরফ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে ১৯৫টি কার্টনে ভর্তি এই বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস বিভাগের হাতে এই বাজেয়াপ্ত করা বিদেশি সিগারেট হস্তান্তর করা হয়েছে৷
একটি সূত্রে জানা গিয়েছে, এই বিদেশি সিগারেট বাংলাদেশে পাচারের জন্য এখানে আনা হয়েছে৷ খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে এগুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল পাচারকারিরা৷ একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র ত্রিপুরায় সক্রিয় রয়েছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ