(আপডেট) গঙ্গাজলঘাঁটিতে দুই যুবকের মৃতদেহ উদ্ধার
বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.): রবিবার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়ার কাছে দুই যুবকের মৃতদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও চাঞ্চল্য ছড়িয়েছে। এই জোড়া মৃত্যু কী কারণে হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । গঙ্গাজলঘাটি থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোর
(আপডেট) গঙ্গাজলঘাঁটিতে দুই যুবকের মৃতদেহ উদ্ধার


বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.): রবিবার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়ার কাছে দুই যুবকের মৃতদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও চাঞ্চল্য ছড়িয়েছে। এই জোড়া মৃত্যু কী কারণে হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । গঙ্গাজলঘাটি থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে পুলিশের টহলদারি গাড়ি দেশুড়িয়া থেকে ফুলবেড়িয়া যাওয়ার রাস্তায় শালবেদিয়ার কাছে দুই যুবকের দেহ দেখতে পেয়ে উদ্ধার করে অমরকানন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা যায় তাদের বাড়ি শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামে। তাদের নাম বাপ্পা মাজি (২৭) ও রাহুল মন্ডল (৩০)। এদিন ভিলেজ পুলিশ গিয়ে মৃতদের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করে। পরে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, মৃতদেহ দুটি রাস্তার পাশে রাখা ইটের স্তুপের পাশে পড়ে ছিল। তাদের বাইকটিও পাশেই পড়েছিল। পুলিশের অনুমান রাতে বাইক নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটের গাদায় ধাক্কা মারে। তাতেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

মৃত বাপ্পা মাজির কাকা স্বপন মাজি জানান, তার ভাইপো জেসিবি গাড়ি চালাত। রাজ্যের বাইরে থাকতো। অন্যদিকে রাহুল শালতোড়ার মনিপুরে একটি জল ট্যাঙ্কে কাজ করত। স্বপনবাবু বলেন বাড়িতে নারায়ণ গান হচ্ছে এই উপলক্ষে বাপ্পা বাড়ি এসেছিল। শনিবার বিকেলে দুই বন্ধুতে বাইক নিয়ে বেরিয়ে বেলিয়াতোড় থানার ফুলবেড়িয়ায় গিয়েছিল। কিন্তু বাড়ি না ফেরায় ভেবেছিলাম আত্মীয়ের বাড়িতে আছে। রবিবার সকালে এই খবর পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande