উত্তর প্রদেশের হাপুরে কাঠের গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল
হাপুর, ১৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের হাপুরে ভয়াবহ আগুন লাগল একটি কাঠের গুদামে। রবিবার ওই কাঠের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। প্রধান দমকল অফিসার মনু শর্মা বলেছেন, গ
উত্তর প্রদেশের হাপুরে কাঠের গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল


হাপুর, ১৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের হাপুরে ভয়াবহ আগুন লাগল একটি কাঠের গুদামে। রবিবার ওই কাঠের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। প্রধান দমকল অফিসার মনু শর্মা বলেছেন, গুদামের ভেতরে কোন প্রবেশপথ ছিল না এবং গুদামে প্রবেশের জন্য আমাদের দু'টি গর্ত খুঁড়তে হয়েছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, আমরা ৭০%-৮০% আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং আশা করি আমরা শীঘ্রই তা সম্পূর্ণ করব। এই আগুনে কেউ হতাহত না হলেও, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande