নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): আরএসএস-এর চেয়ে বড় 'স্বয়ংসেবী সঙ্ঘ' পৃথিবীতে আর নেই। এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমি আরএসএসের মতো একটি সম্মানিত সংগঠনের কাছ থেকে জীবনের সারমর্ম এবং মূল্যবোধ শিখেছি। আমি একটি উদ্দেশ্যপূর্ণ জীবন পেয়েছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন প্রখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যান। রবিবার বিকেলে মুক্তি পায় তিন ঘণ্টার সেই পডকাস্ট। এই পডকাস্ট-এ লেক্স ফ্রিডম্যানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ছোটবেলায় আরএসএসের শাখায় যোগ দিতে সবসময়ই ভালো লাগত। আমার সবসময় একটাই লক্ষ্য ছিল, দেশের কাজে নিয়োজিত হওয়া। 'সঙ্ঘ' (আরএসএস) আমাকে এটাই শিখিয়েছে। এই বছর আরএসএস ১০০ বছর পূর্ণ করছে। আরএসএসের চেয়ে বড় 'স্বয়ংসেবী সঙ্ঘ' পৃথিবীতে আর নেই। আরএসএস-কে বোঝা সহজ কাজ নয়, এর কার্যকারিতা বুঝতে হবে। আরএসএস শেখায় দেশই সবকিছু এবং সমাজসেবাই ঈশ্বরের সেবা।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আমাদের বৈদিক সাধক এবং স্বামী বিবেকানন্দ যে শিক্ষা দিয়েছেন, সঙ্ঘও সেই শিক্ষা দেয়। আরএসএস-এর কিছু সদস্য শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনার জন্য 'বিদ্যা ভারতী' নামে একটি সংগঠন চালু করেছিলেন। তারা সারা দেশে ৭০০০০ স্কুল পরিচালনা করে, ৩০ লক্ষ শিক্ষার্থী একই সময়ে স্কুলে পড়াশোনা করে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ