রাজনৈতিক আধিপত্য অক্ষুন্ন রাখতে ফুরফুরা শরীফের ওপর নির্ভরশীল মমতা : অধীর চৌধুরী
বহরমপুর, ১৭ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফরের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ফুরফুরা শরীফ এমন একটি ধর্মীয় স্থান যেখা
অধীর চৌধুরী


বহরমপুর, ১৭ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফরের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ফুরফুরা শরীফ এমন একটি ধর্মীয় স্থান যেখানে হিন্দু, মুসলিম এবং সকল সম্প্রদায়ের মানুষ যাতায়াত করেন। এটি উগ্রপন্থীদের স্থান নয়। তবে ফুরফুরা শরীফ কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ স্থান।

অধীর আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নিজের রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য ফুরফুরা শরীফের উপর ব্যাপকভাবে নির্ভর করেছেন। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল সমগ্র মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা এবং একই সাথে হিন্দুত্ব স্লোগান উচ্চারণ করে হিন্দু সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করা।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande