কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আবাসের তালিকায় দুর্নীতি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
সাংবাদিকদের অধীরবাবু বলেন, মুখ্যমন্ত্রী বার বার বলা সত্ত্বেও এই দুর্নীতি হল। এর থেকেই তো স্পষ্ট, মুখ্যমন্ত্রীর কথা ওর পার্টির লোকেরাই শোনে না! বিশেষ করে যেখানে চুরি বাটপাড়ির প্রশ্ন রয়েছে সেখানে ওর কর্তৃত্ব নেই।
আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ বরদাস্ত করা হবে না বলে প্রশাসনিক বৈঠক থেকে বারে বারে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিকবার তালিকার স্ক্রুটিনিও করা হয়েছে। তারপরও আরামবাগ, ক্ষীরপাই-সহ বিভিন্ন জায়গায় আবাসের তালিকা নিয়ে কারচুপির অভিযোগ সামনে এসেছে।
আরামবাগে খোদ তৃণমূল নেতার নাম রয়েছে আবাস যোজনার বাড়ির তালিকায়। ক্ষীরপাইয়ে আবার আবাসের তালিকায় নাম উঠেছে পেট্রোল পাম্পের মালিকের স্ত্রী! এ প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীরবাবু।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত