নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কর্ণাটকের কংগ্রেস সরকারের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্ণাটকের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, এই পদক্ষেপ ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। সূর্য বলেন, ডঃ আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে দেশের জন্য মারাত্মক বলে তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত কংগ্রেস দলের ভোট ব্যাংক রাজনীতি দ্বারা পরিচালিত। সূর্য বলেন, বিজেপি এটিকে আদালতে চ্যালেঞ্জ করবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ