বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার এসডিপিও এর নেতৃত্বে পুলিশ সাড়াসীমা এলাকার দীপক সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার ভর্তি ৫৬টি কৌটা এবং তিন সহস্রাধিক খালি কৌটা উদ্ধার করেছে।
পুলিশ দীপক সরকারের ছেলে রঞ্জিত সরকারকে আটক করেছে। পাশাপাশি আটক করেছে সাতমুড়া এলাকার এক নেশাখোরকে। জিজ্ঞাসাবাদের জন্য দীপক সরকারের পরিবারের দুইজনকে থানায় নিয়ে গিয়েছে। সোমবার বিকেলে মহকুমা পুলিশ আধিকারিক, বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে, ডিসিএম সুকান্ত দে সহ পুলিশ দীপক সরকারের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি শুরু করে। বাড়ির শৌচালয় থেকে ব্রাউন সুগার ভর্তি কৌটা এবং বিপুল পরিমান খালি কৌটা উদ্ধার করে। ব্রাউন সুগার ভর্তি ৫৬টি কোটায় ১.১৮ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। এই নেশা ব্যবসার সাথে আর কে বা কারা জড়িত আছে তা পুলিশ ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা করছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das