বিশ্রামগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বিশ্রামগঞ্জ (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : ভায়বহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মিভূত দুটি বসতঘর৷ ঘটনাটি ঘটেছে সোমবার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অধীন পাথালিয়াঘাট এলাকায় ডন বসকো স্কুলের পাশে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা৷ প্রাথমিকভাবে অনুমান ক
অগ্নিকান্ড বিশ্রামগঞ্জে


বিশ্রামগঞ্জ (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : ভায়বহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মিভূত দুটি বসতঘর৷ ঘটনাটি ঘটেছে সোমবার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অধীন পাথালিয়াঘাট এলাকায় ডন বসকো স্কুলের পাশে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷

জানা গিয়েছে, সোমবার সকালে পাথালিয়াঘাট এলাকার বাসিন্দা সজল দেববর্মার বাড়ির একটি ঘরে আগুন লাগে৷ মুহুর্তের মধেই আগুন ছড়িয়ে পড়ে সঞ্জিত দেববর্মার ঘরেও৷ দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকলের ইঞ্জিন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার জন্য রওয়ানা দেন৷ কিন্তু, রাস্তা অপ্রশস্ত হওয়ায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি৷ অনেকটা দূরে দাঁড় করিয়ে রেখে পাইপ সংযোগ দিয়ে জল সরবরাহ করা হয়৷ ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় দুই পরিবারের বসতঘর সহ সমস্ত সরঞ্জাম৷ পরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সঞ্জিত দেববর্মা এবং সজল দেববর্মা৷ ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande