ফৈজান হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্ত গ্রেফতার
মোরাদাবাদ, ১৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ভোজপুর এলাকার সিরসভাঁ গৌড় গ্রামের বাসিন্দা ১৫ বছরের কিশোর ফৈজান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পুলিশ। সোমবার পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রতাপগড়ের বাসিন্দা ফারুক। এক পুলিশ আধিকারিক জানান, অভিয
গ্রেফতার


মোরাদাবাদ, ১৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ভোজপুর এলাকার সিরসভাঁ গৌড় গ্রামের বাসিন্দা ১৫ বছরের কিশোর ফৈজান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পুলিশ। সোমবার পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রতাপগড়ের বাসিন্দা ফারুক।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত ফারুক ফরিদাবাদের বড়খল এলাকায় ভাড়া থাকত এবং একটি ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করত। ফৈজানের ফারুকের বাড়িতে যাওয়া-আসা পছন্দ ছিল না। এই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়। গত ১৪ মার্চ ফারুক ফৈজানকে সঙ্গে নিয়ে বড়খল গ্রামের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে ফৈজানকে খুন করে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্ত ফারুককে আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande