ত্বহাকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা মমতার
হুগলি, ১৭ মার্চ (হি.স.): সোমবার ফুরফুরা শরিফ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ফুরফুরার জন্য ঘোষণা করলেন একগুচ্ছ ‘উপহার’৷ এদিন ত্বহা সিদ্দিক
ত্বহাকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা মমতার


হুগলি, ১৭ মার্চ (হি.স.): সোমবার ফুরফুরা শরিফ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ফুরফুরার জন্য ঘোষণা করলেন একগুচ্ছ ‘উপহার’৷

এদিন ত্বহা সিদ্দিকিকে সঙ্গে নিয়েই ইফতার পার্টিতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশে ত্বহা বলেন, ‘‘আজ ওঁর কাছে কোনও দাবি রাখব না.. আমাদের যা আছে ওঁকে ব্যাক্তিগত ভাবে বলব৷’’

এদিন একাধিক উপহার সাজিয়ে এনেছিলেন মমতা৷ উপস্থিত সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আমার কাছে নতুন কিছু নয়। আমি যখন পুস্করে যাই তখন তো এই প্রশ্ন করেন না। আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই, আমি পাঞ্জাবিদের অনুষ্ঠানে যাই। সবাই শান্তিতে থাকুন,শান্তি-সম্প্রীতি এটাই আমাদের বার্তা।’’

এলাকায় পলিটেকনিক কলেজ তৈরির কথা জানিয়ে মমতা বলেন, ‘‘অনেক কিছু প্রকল্প হয়ে আছে। আমি সেইগুলো উদ্বোধন করে দিলাম ডিএম সাক্ষী রেখে। এখানে একটা পলিটেকনিক কলেজের কথা বলেছে, সেটা করে দাও। আর একটা বাসস্ট্যান্ড করে দাও৷’’

মুখ্যমন্ত্রী জানান, ‘‘পলিটেকনিক কলেজটা যখন হবে, হাসপাতাল যেটা হবে ১০০ শয্যার, সেটা এর কাজ ও শেষ এর দিকে। ওবিসি দের মামলা টা কোর্টে আছে। আমরা চেষ্টা করছি। অনেক ডক্টর, নার্স নিয়োগের তালিকা তৈরি হয়ে রয়েছে৷’’

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande