বিহারে শ্রমিকের উপর দুষ্কৃতীদের হামলা ব্যর্থ, আগ্নেয়াস্ত্রও উদ্ধার
আরারিয়া, ১৭ মার্চ (হি.স.) : বিহারের ফরবিশগঞ্জ থানা এলাকার রংদাহা মঝুয়া সাইফানের টার্নিং পয়েন্টে রবিবার সন্ধ্যায় এক শ্রমিকের উপর লুটের চেষ্টা ব্যর্থ করলেন স্বয়ং নিজেই। সূত্রের খবর, দুই দুষ্কৃতী অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকের কাছ থেকে লুটপাটের চেষ্টা করেছ
বিহারে শ্রমিকের উপর দুষ্কৃতীদের হামলা ব্যর্থ, আগ্নেয়াস্ত্রও উদ্ধার


আরারিয়া, ১৭ মার্চ (হি.স.) : বিহারের ফরবিশগঞ্জ থানা এলাকার রংদাহা মঝুয়া সাইফানের টার্নিং পয়েন্টে রবিবার সন্ধ্যায় এক শ্রমিকের উপর লুটের চেষ্টা ব্যর্থ করলেন স্বয়ং নিজেই। সূত্রের খবর, দুই দুষ্কৃতী অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকের কাছ থেকে লুটপাটের চেষ্টা করেছিল। তবে সাহসিকতার পরিচয় দিয়ে তিনি লুটের চেষ্টায় বাধা দেন এবং এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন।

এরপরই ফরবিশগঞ্জ থানায় খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীকে গ্রেফতার করে। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শ্রমিকের সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande