গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটিতে চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য লাভ করেছে মেট্রো পুলিশ। মহানগরের বিভিন্ন এলাকায় সংগঠিত পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে একাধিক চোর। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি-ডাকাতির বহু মূল্যবান সামগ্রী।
আজ সোমবার গুয়াহাটি পুলিশ কমিশনারেট সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, লালগণেশের একটি এটিএম বুথ থেকে ব্যাটারি চুরির অভিযোগে ফাটাশিল আমবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বিট্টু বোয়াল নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে গাড়ি চুরিকৃত ব্যাটারিগুলো উলুবাড়ি এবং বিরুবাড়ির স্ক্র্যাপ ইয়াৰ্ডে বিক্রি করেছে বলে স্বীকার করে।
বিট্টুর কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ স্ক্র্যাপ ইয়ার্ডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা যথাক্রমে রফিকুল আলি, আলতাব হোসেন এবং ইমরান হোসেন। অভিযান চালিয়ে যে সব সামগ্রী উদ্ধার করা হয়েছে সেগুলি -১৩টি ব্যাটারি, এর মধ্যে ছয়টি এটিএম ব্যাটারি রয়েছে। ১১টি নতুন সিলিং ফ্যান, ১৮টি তামার তারের বান্ডিল, পাঁচটি ওয়াটার বোরিং মোটর, একটি রেডমি ল্যাপটপ।
এছাড়া নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার থানার পুলিশ আরেক অভিযান চালায়। ২ নম্বর রেলওয়ে গেটে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন চোর মফিদুল ইসলাম এবং মির মহম্মদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে পুলিশ চুরি যাওয়া কয়েকটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছে। এগুলি একটি স্যামসাং ফোন, একটি ইনফিনিক্স ফোন, দুটি এমআই ফোন, একটি রিয়েলমি ফোন এবং দুটি মটোরোলা ফোন।
এজিকে আরেক গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিশপুর পুলিশ খানাপাড়া এলাকা থেকে পাঁচ চোরকে গ্রেফতার করে একটি চুরি যাওয়া ব্যাটারি এবং দুটি রেঞ্চ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত চোরদের হাবেল আলি (৩৫), জাকির হোসেন (১৮), অবতার সিং (৩০), চন্দন শর্মা (১৮) এবং দীপক ব্রহ্ম (৩৩) বলে পরিচয় পাওয়া গেছে।
গুয়াহাটি মেট্ৰো পুলিশ চুরি ও ডাকাতির বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে, দাবি সূত্রটির।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস