পানীয় জলের জন্য হাহাকার, পোয়াংবাড়িতে সড়ক অবরোধ
সাব্রুম (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : দাবদাহের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে দিন কাটছে দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ির জনগণের। দিনের পর দিন পরিশ্রুত পানীয় জলের অভাবে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তু
সড়ক অবরোধ


সাব্রুম (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : দাবদাহের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে দিন কাটছে দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ির জনগণের। দিনের পর দিন পরিশ্রুত পানীয় জলের অভাবে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সোমবার পোয়াংবাড়িতে সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। খবর পেয়ে পুলিশ ও সাধারণ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এলাকার মহিলারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিনের পর দিন জলের জন্য হাহাকার করছি, অথচ প্রশাসন সম্পূর্ণ নীরব। স্থানীয়দের অভিযোগ, ব্লক কর্তৃপক্ষ ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর কার্যত ঠুটোঁ জগন্নাথের ভূমিকায়।

ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি ‘অটল জল জীবন মিশন’-এর মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যদিকে, রাজ্যের আদিবাসী স্বার্থ রক্ষার দাবি করা তিপ্রামথা নেতৃত্বও একাধিকবার উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। পোয়াংবাড়ির জনসাধারণের দাবি, তারা এখনো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাননি।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যার কথা একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার মহিলারা আরও জানান , আমাদের সমস্যার সমাধান না হলে আমরা বড় আন্দোলনের পথে যাব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande