দুর্গাপুর, ১৭ মার্চ(হি.স.) : দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম চৈতালি বনিক (৪০), পেশায় ধূপ বিক্রেতা। পুলিশ সূত্রে জানা গেছে , স্বামীর মৃত্যুর পর চৈতালি দেবী দুই মেয়েকে নিয়ে থাকতেন। তাঁদের মধ্যে এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। স্থানীয় সূত্রে জানা গেছে, চৈতালি দেবী মাইক্রো ফিনান্স সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অভিযোগ, ঋণ প্রদানকারী সংস্থার লোকজন নিয়মিত তাঁর বাড়িতে এসে অপমান ও মানসিক চাপ সৃষ্টি করছিল।
সোমবার দুপুরে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। বিকেলে দরজা না খোলায় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে দেখেন, চৈতালি দেবী ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা