সোনাপুরের কিডনি হাসপাতালে চালু উত্তরপূর্ব ভারতের প্ৰথম ‘যৌন স্বাস্থ্য ক্লিনিক’
সোনাপুরের কিডনি হাসপাতালে চালু উত্তরপূর্ব ভারতের প্ৰথম ‘যৌন স্বাস্থ্য ক্লিনিক’
সোনাপুরে কিডনি হাসপাতাল কৰ্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন


গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের নাজিরাখাতে অবস্থিত কিডনি হাসপাতালে চালু হয়েছে উত্তরপূর্ব ভারতের প্ৰথম ‘যৌন স্বাস্থ্য ক্লিনিক’। অত্যাধুনিক তথ্য প্ৰযুক্তিসম্পন্ন এই ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌন সংক্রান্ত রোগীদের চিকিৎসা করে সমস্যার সমাধান করবেন।

আজ সোমবার হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানিয়েছেন কর্তৃপক্ষ। জানানো হয়েছে পুরুষ এবং মহিলা, উভয় লিঙ্গের যৌনরোগীদের চিকিৎসা পরিষেবা দিতে চালু করা হয়েছে এই ‘সেক্সুয়াল হেল্থ ক্লিনিক’। এই ক্লিনিকে সংশ্লিষ্ট রোগের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে পরামৰ্শ, ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা নিশ্চিত করার আশ্বাস প্ৰদান করেছেন হাসপাতাল কৰ্তৃপক্ষ।

উল্লেখ্য, ডা. অরূপকুমার নাথের নেতৃত্বে সোনাপুরের নাজিরাখাতে আইইউকেডি (iUKD) কিডনি হাসপাতাল বৃক্কজনিত সব ধরনের রোগের অত্যাধুনিক চিকিৎসা প্রদান করে সমগ্ৰ দেশের মধ্যে খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande