কলকাতা, ১৭ মার্চ (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি ভুয়ো ভোটার আটকাতে চান, তাহলে তিনিও বায়োমেট্রিক চালু করার কথা বলুন৷ সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু বলেন, “রেশন দোকানগুলিতে যদি বায়োমেট্রিক থাকতে পারে, তাহলে ৮০ হাজার বুথে থাকবে না কেন ? সারা দেশে যদি ভিভিপ্যাট চালু হতে পারে, তাহলে বায়োমেট্রিক কেন চালু করা হবে না ? এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকেই শুরু হোক দেশে।”
মঙ্গলবার ভুয়ো ভোটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার নিয়ে সরব হয়ে এর আগে শুভেন্দুর নেতৃত্বে একগুচ্ছ তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল৷ ওই বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন, আধার লিংকিং এবং বায়োমেট্রিক চালু করতে হবে।”
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় দিল্লিতে সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে বঙ্গ বিজেপির সাংসদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত