কলকাতা, ১৭ মার্চ (হি.স.): মঙ্গলবার থেকে নিউটাউনে দুইদিনের পূর্বাঞ্চলের সহ উপাচার্যদের সম্মেলন শুরু হচ্ছে। রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস এর উদ্বোধন করবেন। শতবর্ষের দ্বারপ্রান্তে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানানো হয়েছে আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস (এআইইউ) এর তরফে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে - ইক্যুয়িটি, ডায়ভার্সিটি আ্যন্ড সাসটেনেবিলিটি। উল্লেখ্য, এই সংগঠনটি সারা পৃথিবীতে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের সংগঠন। যার মধ্যে ১,০৭০ টি বিশ্ববিদ্যালয় সদস্য হিসেবে যুক্ত। এর মধ্যে যোগদান রয়েছে ১৯টি বিদেশি বিশ্ববিদ্যালয়েরও। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেআইএস বিশ্ববিদ্যালয়, কলকাতার সহ উপাচার্য তরণজিৎ সিং। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. পঙ্কজ মিত্তাল, ড. নীরজ সাক্সেনা, অধ্যাপক ভবেশ ভট্টাচার্য ও বিদ্যুৎ মজুমদার প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত