কুমারঘাট (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : পুলিশের হাতে আটক চারশ কৌটা ব্রাউন সুগার সহ দুই পাচারকারী। রবিবার গভীর রাতে আসাম- আগরতলা জাতীয় সড়কে এই সাফল্য পায় ঊমকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ।
শাসক নেতৃত্ব বা প্রশাসন যখন নেশামুক্ত ত্রিপুরার স্লোগানে ব্যাস্ত তখন পুলিশ আটক করল ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে। রবিবার গভীর রাতে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ এই সাফল্য পায়। সোমবার কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে পেঁচারথল থেকে কুমারঘাটের দিকে নেশাদ্রব্য নিয়ে ঢুকছে নেশা কারবারিরা। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে আসাম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাটের ৯১ মাইল এলাকার নাকা পয়েন্টে ওৎ পেতে বসে পুলিশ।
পেঁচারথল থেকে কুমারঘাটের দিকে আসা টিআর০২এইচ৮২৭৫ নম্বরের একটি স্কুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এতে স্কুটি থেকে উদ্ধার হয় ৪০০ কৌটা ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজার মূল্য ছয় লক্ষাধিক টাকা। তাছাড়া পাচারকারীদের দুটি মোবাইল এবং স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতরা হল স্বর্ণজিত দাস এবং দ্বীপরাজ দাস। তাদের বাড়ি কুমারঘাটে। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার তাদের রিমাণ্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জানিয়েছেন, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানা যাবে ধৃতদের জিজ্ঞাসাবাদেই।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ