প্রয়াত বাজারিছড়া জিপির প্রাক্তন গ্রুপমেম্বার, বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা, ব্যবসায়ী ফণীন্দ্র পাল
বাজারিছড়া (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : চলে গেলেন শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর প্রাক্তন গ্রুপমেম্বার, বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা, সমাজসেবী ও প্রবীণ ব্যবসায়ী ফণীন্দ্রকুমার পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গেছ
ফণীন্দ্র কুমার পাল (ফাইল ফটো)


বাজারিছড়া (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : চলে গেলেন শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর প্রাক্তন গ্রুপমেম্বার, বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা, সমাজসেবী ও প্রবীণ ব্যবসায়ী ফণীন্দ্রকুমার পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গেছেন স্ত্রী অর্চনা পাল, ছেলে পিনাকপানি পাল, দুই কন্যা পাপড়ি পাল ও পাপিয়া পাল এবং নাতি-নাতিনী সহ বহু নিকট আত্মীয়কে।

জানা গে‌ছে, শনিবার শেষ রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তড়িঘড়ি তাঁকে শিলচরের একটি বেসরকারি হসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হবে না বলে ডাক্তারদের পরামর্শে ফণীন্দ্রবাবুকে বাজিরিছড়ায় তাঁর নিজের বাড়ি নিয়ে আসা হচ্ছিল। রবিবার রাতে বাড়িতে নিয়ে আসার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, প্রয়াত ফণীন্দ্রকুমার পাল বাজারিছড়া জিপির প্রাক্তন গ্রুপমেম্বার ছিলেন। তাছাড়া ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন তিনি। বাজারিছড়া এলাকায় দলের সাংগঠনিক ভিত মজবুত করতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।

বিগত দিনে দলের বাজারিছড়া জিপি কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন ফণীন্দ্রবাবু। সেই সঙ্গে স্থানীয় নানা সামাজিক কাজে মুক্তমনা এই সুহৃদ ব্যক্তির অগ্রণী ভূমিকা ছিল। এছাড়া কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বাজারিছড়া সাপ্তাহিক বাজারে তাঁর স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান আছে।

গতরাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে বিজেপির স্থানীয় পদাধিকারী ও কার্যকর্তারা প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর মরদেহে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। পরে এদিনই প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বাড়ি লাগোয়া স্থায়ী শ্মশানঘা‌টে। সবার প্রিয় ফণীন্দ্র পালের শেষকৃত্যে শতাধিক জনতা উপস্থিত ছিলেন। প্রয়াতের মৃত্যু‌তে গভীর শোক জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর পরিচিত মহলের বহুজন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande