মীরজাপুরে ট্রেনের ধাক্কায় মৃত যুবক
মীরজাপুর, ১৭ মার্চ (হি.স.): সোমবার মীরজাপুরের পড়রি থানা এলাকার তোসবা গ্রামের পাতালি পুলিয়ার কাছে রেললাইন ধরে হাঁটার সময় এক যুবকের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম জিতেন্দ্র কুমার জোশী (৩০), তিনি র
মৃত্যু


মীরজাপুর, ১৭ মার্চ (হি.স.): সোমবার মীরজাপুরের পড়রি থানা এলাকার তোসবা গ্রামের পাতালি পুলিয়ার কাছে রেললাইন ধরে হাঁটার সময় এক যুবকের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম জিতেন্দ্র কুমার জোশী (৩০), তিনি রামনগর সিকরি গ্রামের বাসিন্দা। জানা গেছে, জিতেন্দ্র কর্মসূত্রে বাইরে থাকতেন এবং সম্প্রতি হোলির ছুটিতে বাড়ি ফিরেছিলেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande