ধর্মনগর (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : চলন্ত টমটম (ইরিক্সা) থেকে পড়ে মৃত্যু হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) এর তত্বাবধায়কের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের কালী দিঘির পাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম হেমন্ত রায়। বাড়ি শিলচরে। তিনি ধর্মনগর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অফিসের তত্বাবধায়ক ছিলেন।
জানা গিয়েছে, সোমবার দুপুরে ধর্মনগর রাজবাড়ী থেকে কালী দিঘির পাড় হয়ে যাওয়ার পথে চলন্ত টমটম থেকে রাস্তায় পড়ে যান হেমন্ত রায়। আশপাশের লোকজন খবর দেয় ধর্মনগর দমকল অফিসে। দমকল কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অচৈতন্য ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, তাঁর মুখ ও নাক দিয়ে প্রচন্ড পরিমানে রক্তক্ষরণ হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে যায় ধর্মনগর থানার পুলিশ।পুলিশ দূর্ঘটনার মামলা নিয়ে টমটম থেকে পড়ে যাওয়ার আসল রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে। বর্তমানে মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন আসলেই মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ