কাংগের ভ্যালি ন্যাশনাল পার্কে খোলা হচ্ছে হোম-স্টে ন্যাচারোপ্যাথি সেন্টার
জগদলপুর, ১৭ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের বস্তার জেলায় অবস্থিত কাংগের ভ্যালি ন্যাশনাল পার্ক এলাকায় দেশের প্রথম সেল্ফ-হিলিংয়ের জন্য একটি হোম-স্টে ন্যাচারোপ্যাথি সেন্টার গড়ে তোলা হচ্ছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই কেন্দ্রে ১০টি পৃথক
কাংগের ভ্যালি ন্যাশনাল পার্কে খোলা হচ্ছে হোম-স্টে ন্যাচারোপ্যাথি সেন্টার


জগদলপুর, ১৭ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের বস্তার জেলায় অবস্থিত কাংগের ভ্যালি ন্যাশনাল পার্ক এলাকায় দেশের প্রথম সেল্ফ-হিলিংয়ের জন্য একটি হোম-স্টে ন্যাচারোপ্যাথি সেন্টার গড়ে তোলা হচ্ছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই কেন্দ্রে ১০টি পৃথক মাটির ঘর থাকবে, যা আগামী ৬ মাসের মধ্যেই প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পর্যটক ও আগতদের বস্তারের প্রাচীন ওষধি গাছ ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সেবা দেওয়া হবে। এটি দেশের প্রথম এমন একটি কেন্দ্র, যা হোম-স্টে মডেলে গড়ে তোলা হচ্ছে।

বস্তারের বন সংরক্ষক জানিয়েছে , টেকাওয়াড়া গ্রামের প্রায় এক একর এলাকায় এই সেল্ফ-হিলিং সেন্টারটি তৈরি করা হচ্ছে। এখানে পর্যটকরা প্রাকৃতিক পরিবেশে থেকে স্থানীয় জড়িবুটি ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে নিরাময়ের সুযোগ পাবেন। আয়ুর্বেদ চিকিৎসক ও বৈদ্যদের নিযুক্ত করা হবে, যাঁরা চিকিৎসা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande