কৈলাসহর (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের উন্নয়নের দাবি আজ শুধুমাত্র ব্যানার-পোস্টার আর রাজনৈতিক ভাষণের মধ্যে সীমাবদ্ধ। বাস্তব পরিস্থিতি একেবারেই উল্টো। সরকারি দপ্তরগুলির দুর্নীতি, প্রশাসনের উদাসীনতা এবং প্রকল্প বাস্তবায়নে গাফিলতির কারণে সাধারণ মানুষ আজও পানীয় জলের সংকটের শিকার। এমনটাই অভিযোগ এনে সোমবার কংগ্রেস কর্মীরা ঊনকোটি জেলার কৈলাসহরে ডিডাব্লিউএস দপ্তর ঘেরাও করেছে।
কৈলাসহর শহর ও আশেপাশের উপজাতি অধ্যুষিত এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত, অথচ প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এই সংকট সমাধানের দাবিতে সোমবার কৈলাসহর ডিডাব্লিউএস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে কংগ্রেস নেতৃত্বরা ডেপুটেশন প্রদান করেন।
বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেসের পক্ষ থেকে নয় দফা দাবি জানানো হয়। তাঁদের অভিযোগ, জল জীবন মিশনের আওতায় স্থাপিত ডিপ টিউবওয়েলগুলির নিম্নমানের কাজের দরুন অধিকাংশ পাইপলাইন অকেজো হয়ে গেছে। ফলে গৌরনগর আরডি ব্লকের বহু পরিবার পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না।
বদরুজ্জামান অভিযোগ করেন, “সরকারি প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, অথচ সাধারণ মানুষ এক ফোঁটা পানীয় জল পাচ্ছে না। যদি দ্রুত এই সংকট সমাধান না হয়, তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জলের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। পানীয় জলের অভাবে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। কংগ্রেস নেতৃত্ব প্রশাসনকে সতর্ক করে দিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে তারা পথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ