ত্রিপুরায় ১২ হাজার ৮০০ সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে : বিদ্যুৎমন্ত্রী
জিরানীয়া (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : চলতি অর্থবছরে ত্রিপুরায় ৫০ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। সোমবার পশ্চিম জেলার জিরানীয়া মহকুমার রাণীরগাঁও বিদ্যালয় মাঠে প
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ


জিরানীয়া (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : চলতি অর্থবছরে ত্রিপুরায় ৫০ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। সোমবার পশ্চিম জেলার জিরানীয়া মহকুমার রাণীরগাঁও বিদ্যালয় মাঠে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার রেজিস্ট্রেশান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনার সূচনা করেছেন। এই প্ল্যান্ট স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী সরকারি ভর্তুকী দেওয়া হচ্ছে। তিন কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৮৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত ভর্তুকী দেওয়া হবে। এছাড়া আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের ১ কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৬৫ হাজার টাকা ব্যয় হলে ৩৩ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে। ২ কিলোওয়াটের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার মতো ব্যয় হলে ৬৬ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande