দুবাই, ১৯ মার্চ(হি.স.) : ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মা (৮২৯) এবং রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী (৭০৬) যথাক্রমে ব্যাটসম্যান এবং বোলারদের জন্য সর্বশেষ আইসিসি টি-২০ তালিকায় তাদের কেরিয়ারের সেরা দুই নম্বর স্থান ধরে রেখেছেন। অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পান্ডিয়া ২৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে, নেপালের দীপেন্দ্র সিং আইরি (২৩৩) এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস (২১০) এর চেয়ে এগিয়ে।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে হার্ডহিটার ব্যাটসম্যান তিলক ভার্মা(৮০৪) এবং ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (৭৩৯) যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন।যেখানে ইংল্যান্ডের ফিল সল্ট ৮১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বোলিং তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন (৭০৭ পয়েন্ট) শীর্ষে রয়েছেন, বরুন চক্রবর্তী ৭০৬ পয়েন্ট নিয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন এবং ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ (৭০৫), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০০) এবং অস্ট্রেলিয়ান লেগি অ্যাডাম জাম্পা (৬৯৪) এর চেয়ে এগিয়ে আছেন ভারতের রবি বিষ্ণোই ৬৭৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে, আর বাঁহাতি পেসার আরশদীপ সিং ৬৫৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি