বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন রঞ্জি দল, বেঙ্গসরকার, এডুলজিকে সম্মান জানাবে
মুম্বাই, ১৯ মার্চ(হি.স.): বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট এসোসিয়েশন মুম্বইতে তাদের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৩-২৪ রঞ্জি ট্রফি বিজয়ী দল মুম্বই, প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার ও প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক ডায়ানা এডুলজিকে সম্মান
আগামীকাল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন রঞ্জি দল, ভেঙ্গসরকার, এডুলজিকে সম্মান জানাবে


মুম্বাই, ১৯ মার্চ(হি.স.): বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট এসোসিয়েশন মুম্বইতে তাদের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৩-২৪ রঞ্জি ট্রফি বিজয়ী দল মুম্বই, প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার ও প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক ডায়ানা এডুলজিকে সম্মান জানাবে।

গত মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে রঞ্জি দল রেকর্ড ৪২তম রঞ্জি ট্রফি শিরোপা জয় করেছিল। তাছাড়া মুম্বইয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও প্রাক্তন ভারত অধিনায়ক ভেঙ্গসরকারকে ২০২২-২৩ সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে। আর ভারতের মহিলা ক্রিকেটের পথিকৃৎ ডায়ানা এডুলজিকেও সম্মানিত করা হবে।

ক্রিকেট প্রশাসনে কয়েক দশক ধরে অবদান রাখা অধ্যাপক রত্নাকর শেঠি (প্রশাসক) -কেও সম্মানিত করা হবে, অন্যদিকে মুম্বই ক্রিকেটে তাঁর অবদানের জন্য প্রবীণ বারভেকে সম্মানিত করা হবে।

মুম্বই ক্রিকেট এসোসিয়েশনের শরদ পওয়ার ইন্ডোর ক্রিকেট একাডেমিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এবং রাজ্যের মন্ত্রী আশিস শেলার, যিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande