বুয়েনোস আইরেস, ১৯ মার্চ (হি.স.): আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা এলাকায় বন্যা কবলিতদের সাহায্য করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শন। এছাড়া একটি চ্যারিটি ম্যাচও খেলবে আলবিসেলেস্তেরা।
উরুগুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ-২০ দলের সঙ্গে একটি চ্যারিটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ২২ মার্চ উরুগুয়েতে আছে আর্জেন্টিনার খেলা। সম্প্রতি ভয়াবহ বন্যায় দেশটির বাহিয়া ব্লাঙ্কা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই চারিটি ম্যাচ থেকে অর্জিত অর্থ শহরের একটি হাসপাতালকে দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি বলেছেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে তহবিল সংগ্রহ করে আমরা হাসপাতাল পেনাতে দান করব। এটি বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যায় এই এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই সাহায্যে তারা ঘুরে দাঁড়াবে এবং হাসপাতালটি পুনর্গঠিত হবে।’
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি