রইস্যাবাড়িতে আইপিএফটি'র অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত
গন্ডাছড়া (ত্রিপুরা), ৩০ মার্চ (হি.স.) : রবিবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি টাউন হলে আইপিএফটি দলের রইস্যাবাড়ি অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সভাপতি চরণ বাঁশি ত্রিপ
আইপিএফটির সম্মেলন অনুষ্ঠিত


গন্ডাছড়া (ত্রিপুরা), ৩০ মার্চ (হি.স.) : রবিবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি টাউন হলে আইপিএফটি দলের রইস্যাবাড়ি অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির সভাপতি চরণ বাঁশি ত্রিপুরা, আইপিএফটি ত্রিপুরা রাজ্য কমিটির কোষাধ্যক্ষ অমিত দেববর্মা সহ অন্যান্যরা

সম্মেলনে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এবং আইপিএফটির সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের সম্মেলনে আইপিএফটি রইস্যাবাড়ি অঞ্চল কমিটি পুনর্গঠন করা হয়। তাছাড়া এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৩২ পরিবারের ১১২ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande