ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইসলাম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইসলাম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের
অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য (ফাইল ছবি)


গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অসমের জনগণকে, বিশেষ করে সকল ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বলেন, ‘রোজা ভাঙার উৎসব’ ঈদ-উল-ফিতর হলো বিশ্বাস, কৃতজ্ঞতা এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার এক গভীর অভিব্যক্তি। ঈদ-উল-ফিতর উৎসবের মাধ্যমে মাসব্যাপী উপবাস, আধ্যাত্মিক প্রতিফলন এবং ভক্তির সমাপ্তি, যা আত্ম-শৃঙ্খলা এবং ধার্মিকতার মূল্যবোধকে শক্তিশালী করে।’

রাজ্যপাল আরও বলেন, ‘ঈদ-উল-ফিতর হলো আনন্দ ও সৌহার্দ্যের একটি উপলক্ষ, যা বিশ্বজনীন ভ্রাতৃত্ব, সহানুভূতি, উদারতা এবং মানবতার প্রতি ভালোবাসার চেতনার প্রতীক।’ তাই উৎসবের গুণাগুণ ধারণ করে জীবনকে আগের চেয়ে আরও সুন্দর করার আহ্বান জানান রাজ্যপাল আচার্য।

লক্ষ্মণ প্রসাদ আচার্য আশা প্রকাশ করে বলেন, ‘ঈদ-উল-ফিতর উদযাপন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করে এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। এই উৎসবটি আমাদের সমাজে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য এক অনুঘটক হয়ে উঠুক, এই কামনা করি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande