চৈতন্যদ্বার নির্মাণের জন্য রাস্তাঘাট সাময়িক বন্ধ দিঘাতে
দিঘা, ৩০ মার্চ (হি.স.): দিঘায় দ্রুতগতিতে কাজ চলছে জগন্নাথ মন্দিরের। দিঘা রেলস্টেশন লাগোয়া এই নির্মীয়মান প্রকল্পের সামনে গিয়ে দেখা গেল - বালির স্তূপ, ইঁটের পাহাড়। মূল রাস্তা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই। চৈতন্যদ্বার নির্মাণের জন্য রাস্তাঘাট সাময়িক
দীঘাতে জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ চলছে জোর কদমেই


দিঘা, ৩০ মার্চ (হি.স.): দিঘায় দ্রুতগতিতে কাজ চলছে জগন্নাথ মন্দিরের। দিঘা রেলস্টেশন লাগোয়া এই নির্মীয়মান প্রকল্পের সামনে গিয়ে দেখা গেল - বালির স্তূপ, ইঁটের পাহাড়। মূল রাস্তা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই। চৈতন্যদ্বার নির্মাণের জন্য রাস্তাঘাট সাময়িক বন্ধ। দিঘা পুলিশের তরফ থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে। জগন্নাথধামের সামনের রাস্তায় সমস্তরকমের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। দিঘা কলকাতা বাস সহ বালাসোর, জলেশ্বর এবং ভুবনেশ্বরগামী বাস এর রুট বদল করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande