আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : রাজ্য সরকার প্রতিটি জাতি গোষ্ঠীর সংস্কৃতির প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছে। রবিবার আগরতলায় রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
বসন্ত উৎসবের প্রেক্ষাপট তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমলে রাজবাড়িতে বসন্ত উৎসব ঘটা করে পালিত হত। সেইগুলি আমাদের রাজ্যের গৌরবময় ইতিহাস। রাজ্যের সংস্কৃতির প্রসারে সরকার নাটক, যাত্রা, লোকযাত্রা, পুতুলনাচ এইসব হারিয়ে যাওয়া সংস্কৃতির উন্নতিকল্পে নিয়মিত প্রচেষ্টা জারি রেখেছে।
তিনি আরও বলেন, রাজ্যের সকল জাতি, জনজাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট। রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধার এবং তার প্রসারে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়। আজ
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পুলিশ সুপার ড. কিরণ কুমার কে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য, রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন কমিটির উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পর্যটন দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় কুমারীটিলাস্থিত বেসিক ট্রেনিং কলেজ মাঠে এই রাজ্যভিত্তিক বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ