দেশজুড়ে পালিত খুশির ঈদ, ছোট থেকে বড় - সবাই সামিল উৎসবে
নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর সোমবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে সোমবার চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড় -
দেশজুড়ে পালিত খুশির ঈদ


নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর সোমবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে সোমবার চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড় - সবাই ঈদের উৎসবে সামিল হয়েছেন।

ঈদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদে নামাজ পাঠ করেন বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। নামাজ পাঠের পর একে-অপরকে আলিঙ্গন করেন। মুম্বইয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাহিম মসজিদে 'নামাজ' আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এছাড়াও মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande