কলকাতা, ৩১ মার্চ (হি.স.): আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই গরমের প্রভাব প্রায় একই রকম থাকবে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কোথাও বৃষ্টি প্রত্যাশা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
তবে, আগামী ৪ ও ৫ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই জেলা গুলি হল; পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। মহানগরী কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সোমবারও গরমের দাপট রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ