উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী
মির্জাপুর, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর-রেওয়া জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র প্রতাপ সিং (৫০), তিনি কাটরা দেবহাট গ্রামের বাসিন্দা ছিলেন। এক পুলিশ
দুর্ঘটনায়


মির্জাপুর, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর-রেওয়া জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র প্রতাপ সিং (৫০), তিনি কাটরা দেবহাট গ্রামের বাসিন্দা ছিলেন।

এক পুলিশ আধিকারিক জানান , নিহত প্রতাপ সিং লহুরিয়াদহ গ্রাম থেকে রাতের দিকে বাইকে বাড়ি ফিরছিলেন। ড্রামন্ডগঞ্জ ঘাটির বড়কা মোড় ঘুমান থেকে প্রায় ১০০ মিটার আগে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ফলে তিনি গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে স্থানীয় হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande