প্রয়াত বিশিষ্ট সাংবাদিক পার্থ ঘোষ, শ্রদ্ধা কলকাতা প্রেস ক্লাবের
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক পার্থ ঘোষ। প্রসার ভারতীর প্রাক্তন আঞ্চলিক প্রধান পার্থবাবু ছিলেন আকাশবাণী ও দূরদর্শন কলকাতার বার্তা বিভাগের প্রাক্তন প্রধান। কলকাতা প্রেস ক্লাবের সদস্য ছিলেন পার্থ ঘোষ। তাঁর প্রয়াণে শোকবার্তায় প
পার্থ ঘোষ


কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক পার্থ ঘোষ। প্রসার ভারতীর প্রাক্তন আঞ্চলিক প্রধান পার্থবাবু ছিলেন আকাশবাণী ও দূরদর্শন কলকাতার বার্তা বিভাগের প্রাক্তন প্রধান।

কলকাতা প্রেস ক্লাবের সদস্য ছিলেন পার্থ ঘোষ। তাঁর প্রয়াণে শোকবার্তায় প্রেস ক্লাব জানিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গেছেন স্ত্রী ও পুত্রকে।

দীর্ঘদিন তিনি আকাশবানী ও দূরদর্শন কেন্দ্র কলকাতা ও আকাশবাণীর আগরতলা কেন্দ্রের বার্তা বিভাগের বহু গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সংবাদ সম্পাদনায় একজন স্থিতধী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

আকাশবাণী, দূরদর্শন ছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্যান্য সংস্থা, যেমন প্রেস ইনফরমেশন ব্যুরো, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন প্রভৃতি প্রতিষ্ঠানেও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন।

সদালাপী পার্থ ঘোষ তাঁর সংবেদনশীল ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের জন্য সহকর্মীদের মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande