ভাঙড়ে অশান্তির ঘটনায় গ্রেফতার ৯
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সোনপুর বাজার এলাকা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে আইএসএ
ভাঙড়ে অশান্তির ঘটনায় গ্রেফতার ৯


হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সোনপুর বাজার এলাকা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ওয়াকফ আইনের প্রতিবাদে আইএসএফ কর্মসূচি ঘিরে সোমবার উত্তাল হয় ভাঙড়। প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিল বাসন্তী হাইওয়ে। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুনের ঘটনায় রণক্ষেত্রের আকার নেয় ভাঙড়। পুলিশের পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় প্রিজন ভ্যানে। ঘটনায় আক্রান্ত হয়েছেন আট পুলিশ কর্মী ও আধিকারিক। ভাঙড়ের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পাঁচটি মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার জানা যায়, উত্তেজনার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande