নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): এই বছর দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের । আইএমডি জানিয়েছে, এই বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইএমডি-র মহাপরিচালক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপ ভারতের কিছু অঞ্চল বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে এই বছর বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ