নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষ্যে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি, এই বছর আপনাদের সব আকাঙ্খা পূর্ণ হবে।
প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় আরও লিখেছেন, আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। শুভ নববর্ষ। প্রতিবছরের মতো এই বছরও বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ