পূর্ব সিংভূম, ২০ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে ধলভূমগড়ের এক ওভার ব্রিজে দ্রুতগতি একটি গাড়ি বাইকে ধাক্কা দেয়। নিহতের নাম গোবরা মূর্মূর (২৪) এবং তার দুই সহযাত্রী গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ জনই এক বাইকে দেবশোল গ্রামের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক পলাতক । স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠায়, কিন্তু গোবরা মূর্মূকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য