শিমলা, ২০ এপ্রিল (হি.স.) : রবিবার হিমাচল প্রদেশের শিমলা জেলার বিকাশনগরে সরস্বতী বিদ্যা মন্দির স্কুলে ভয়াবহ আগুন লাগে। আগুনে স্কুলের উপরের তলা, অফিসঘর, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া দেখে দমকল বিভাগে খবর দেন। তবে সরু রাস্তার কারণে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। দমকলকর্মীরা প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার সময় স্কুলে কেউ উপস্থিত না থাকায় কোনও প্রাণহানি হয়নি। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য