বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় মৃত ২; আহত ২ উত্তেজনা পান্ডবেশ্বর ও কাঁকসায়
দুর্গাপুর, ২০ এপ্রিল (হি.স.) : শুক্রবার ও শনিবার পান্ডবেশ্বর ও কাঁকসায় পরপর ৩ টি ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ও দুই জন গুরুতর আহত হওয়ার পর রবিবারেও উত্তেজনা অব্যাহত এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, দিনের বেলায় বালি বোঝাই লরি-
বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় মৃত ২; আহত ২ উত্তেজনা পান্ডবেশ্বর ও কাঁকসায়


দুর্গাপুর, ২০ এপ্রিল (হি.স.) : শুক্রবার ও শনিবার পান্ডবেশ্বর ও কাঁকসায় পরপর ৩ টি ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ও দুই জন গুরুতর আহত হওয়ার পর রবিবারেও উত্তেজনা অব্যাহত এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, দিনের বেলায় বালি বোঝাই লরি-ডাম্পারের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হোক।

শুক্রবার রাতে পান্ডবেশ্বরের সিনেমা হল মোড় এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় প্রসেনজিৎ মুখোপাধ্যায় (২৯) নামে এক যুবকের। শনিবার দুপুরে কাঁকসার মলানদীঘিতে ডাম্পারের ধাক্কায় স্কুটির আরোহী অনিল লোহার (৪৯) মারা যান। একই দিন সন্ধ্যায় পানাগড়-সিলামপুর রোডে লরির ধাক্কায় আহত হন এক বাইক আরোহী ও তার ভাইঝি।

রবিবার সকালেও উত্তেজনা দেখা যায় এলাকাগুলিতে। ভাঙা রাস্তা, বেপরোয়া গাড়ির গতি এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পানাগড়-ঘুটিংডাঙা সড়কে বাসিন্দারা লরির গতি নিয়ন্ত্রণ ও রাস্তা সংস্কারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান।

স্থানীয়দের বক্তব্য, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্গাপুর ট্রাফিক এসিপি রাজকুমার মালাকার জানান, রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande