জম্মু, ২০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় জম্মু-পাঠানকোট হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। ওই দুই যুবক একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, সেই সময় তাঁদের গাড়ি ও একটি তেলের ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে হিমাচল প্রদেশের বাসিন্দা বান্টু ডোগরা এবং উত্তর প্রদেশের বাসিন্দা শুভম শ্রীবাস্তব রয়েছেন বলে জানা গেছে। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ