গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেল দুই বালক
মির্জাপুর, ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদশের মির্জাপুর জেলাতে গঙ্গাস্নানের সময় বুধবার দুপুরে দুই বালক জলে তলিয়ে যায়। বারাণসীর গঙ্গাপুর বাদি বাড়ির গ্রামের রাজ (১৩) ও বিশাল (১২) গ্রামের বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে হঠাৎ গভীর জলে তলিয়ে যায়। খবর
গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেল দুই বালক


মির্জাপুর, ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদশের মির্জাপুর জেলাতে গঙ্গাস্নানের সময় বুধবার দুপুরে দুই বালক জলে তলিয়ে যায়। বারাণসীর গঙ্গাপুর বাদি বাড়ির গ্রামের রাজ (১৩) ও বিশাল (১২) গ্রামের বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে হঠাৎ গভীর জলে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীর দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এখনও পর্যন্ত উভয় কিশোর নিখোঁজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande