নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): বিয়ের জন্য মাসখানেকের জন্য ছুটি নিয়েছিলেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। দিন সাতেক আগে ২৬ বছরের বিনয়ের সঙ্গে ২৪ বছরের হিমাংশী নরওয়ালের বিয়ে হয়। মধুচন্দ্রিমায় তাঁদের যাওয়ার কথা ছিল ইউরোপ। কিন্তু ভিসার জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাই ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছিলেন নবদম্পতি। মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগামে জঙ্গিহানায় প্রাণ হারালেন নৌসেনা লেফটেন্যান্ট। মধুচন্দ্রিমায় গিয়ে বিধবা হলেন গুরুগ্রামের মেয়ে হিমাংশী। গত ১৬ এপ্রিল তাঁদের বিয়ে হয়েছিল, বিয়ের মেহেন্দি হাতে থাকা অবস্থাতেই বিধবা হয়ে গেলেন হিমাংশী। বুধবার স্বামীর কফিনবন্দি দেহের সামনে কান্নায় ভেঙে পড়েন হিমাংশী। তাঁর কান্না দেখে পাশে থাকা অন্যদেরও চোখে জল চলে আসে।
ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর তিনেক আগে নৌসেনায় যোগ দেন বিনয়। কেরলের কোচিতে কর্মরত ছিলেন তিনি। বাবা রাজেশ শুল্ক দফতরে কর্মরত। এখন পানিপতে কর্মরত। দাদু প্রাক্তন পুলিশ আধিকারিক। মা আশা দেবী বাড়ি সামলান। বিনয়ের বোন, সৃষ্টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সেই সূত্রে এখন দিল্লিতে থাকেন। হিমাংশীর বাড়ি গুরুগ্রামে। তিনি পিএইচডি করছেন। বাবা সুনীল কুমার কেন্দ্রীয় সরকারি আধিকারিক। গুরুগ্রামে মাস দুয়েক আগে বাগ্দান হয়েছিল বিনয়-হিমাংশীর। বিয়ে হয়েছে গত ১৬ এপ্রিল।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ