কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : সৈকত নগরী দিঘাতে জগন্নাথধাম মন্দির প্রকল্পের সূচনার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে দিঘার যোগাযোগ আরও বৃদ্ধি করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা - বহরমপুর, ভায়া ডানলপ, বারাসত ও কৃষ্ণনগর এবং দিঘা - তারাপীঠ, ভায়া বর্ধমান ও কুলি সড়ক পথে ওই নতুন রুটে সরকারি বাস পরিষেবার শুরু হতে চলেছে। দিঘায় শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এই জোড়া রুটের বাসের প্রতীকি উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম-এর চেয়ারম্যান সুভাষ মন্ডল এবং পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক শৌভিক চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ২ মে থেকে বাসগুলির পরিষেবা চালু হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত